Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

অফিসের পরিচিতিঃ

 

উপপরিচালকের কার্যালয়

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

খামারবাড়ী,পাবনা।

আব্দুল হামিদ রোড ( বীনা/বানী হলের দক্ষিণে এবং উপজেলা ভূমি অফিসের উত্তরে)

ফোন নং-০৭৩১-৬৫৩০৫।

ফ্যাক্স নং-০৭৩১-৬৬২৩৮।

E-mail Address: khamarbaripbn@gmail.com.

Web Address: www.pabna.gov.bd

অফিস প্রধানের পদবীঃ উপ পরিচালক ।

 

অফিসের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণঃ

 

জেলার ভূমিকা হলো সম্প্রসারণ কার্যক্রমের পরিকল্পনা,বাস্তবায়ন,পরিবীক্ষণ ও মূল্যায়ন ক্ষেত্রে উপজেলাকে কারিগরি ও ব্যবস্থাপনা সহায়তা প্রদান।এটাই হচ্ছে সবোচ্চ পর্যায় যেখানে বিস্তারিত সম্প্রসারণ পরিকল্পনা গৃহীত হয়। জেলা সম্প্রসারণ অফিসের বিকেন্দ্রীকৃত কার্যক্রম ও দায়িত্বাবলী নিম্নে প্রদত্ত হলোঃ

 

কারিগরি দায়িত্ব / কার্যক্রম:

* উপজেলা পরিকল্পনাসমূহ কারিগরি দিক দিয়ে উন্নত মান সম্পন্ন এবং ফিনা সম্পৃক্ত কি না তা 

 নিশ্চিত করার জন্য পরিকল্পনাগুলো পর্যালোচনা ও পরীক্ষা করে দেখা ;

* একটি জেলা সম্প্রসারন পরিকল্পনা তৈরী করা;

* মাসিক জেলা বুলেটিন প্রকাশনা এবং জেলার সকল কারিগরি স্টাফের মধ্যে বিতরণ করা ;

* সম্প্রসারণ বার্তার উপর উপজেলা অফিসারদের যাতে পর্যাপ্ত জ্ঞান থাকে তা নিশ্চিত করা এবং  

   বার্তাসমূহ যাতে স্থানীয় পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন/পরিবর্ধন/পরিমার্জন করতে পারে সে

   ব্যাপারেও তাদেরকে সাহায্য করা;

* জেলাতে ক্যাপ (KAP) জরিপ বাসত্মবায়ন করা;

* উপজেলা অফিসারদের কার্যকর প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ সামগ্রী প্রস্ত্তত করা ;

* কৃষি কারিগরি কমিটির সভায় যোগদান ,&এ্যাডাপটিভ  রিসার্স,মাঠ পর্যায়ের পরীক্ষা ও নতুন

   প্রযুক্তি বিষয়ে তথ্যের আদান-প্রদান নিশ্চিত করার জন্য গবেষণা প্রতিষ্ঠানের সংগে সরাসরি  

   যোগাযোগ করা ;

* মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং কারিগরি উইং এর পরিচালকদের মধ্যে মূল সংযোগ রক্ষা করা  

  এবং তাদেরকে তথ্য প্রদান করা ও মাঠে ব্যবহারের সম্প্রসারণ পদ্ধতি ও বার্তা সংগ্রহ করা ; 

 

        

প্রশাসনিক / ব্যবস্থাপনা দায়িত্ব/ কার্যক্রমঃ

 

* মৌসুমী কর্মকান্ড বার্ষিক সম্প্রসারণ কর্মসূচী পর্যালোচনা করার জন্য ডিইপিসি সভার আয়োজন  

   ও পরিচালনা করা ;

* কৃষি কারিগরি কমিটি থেকে কারিগরি বৈধতা নেয়ার জন্য সকল উপজেলা ও জেলা পরিকল্পনা 

   অতিঃ পরিচালক (অঞ্চল) এর নিকট প্রেরণ করা ;

* জেলার অধীন সকল উপজেলা পরিকল্পনার বাসত্মবায়ন তদারকি করা। এজন্যে কারিগরি  

    সহযোগিতা প্রদানের জন্য বিভিন্ন সম্প্রসারণ ইভেন্ট পরিদর্শন করা ;

* সকল স্টাফের প্রশিক্ষণ চাহিদা নিরূপণ তদারক করা এবং জেলা পর্যায়ের জন্য প্রশিক্ষণ  

   প্রসত্মাব তৈরী করা ;

  * প্রয়োজনে উপজেলা পর্যায়ের প্রশিক্ষণে সহায়তা প্রদান করা ;

* জেলায় উপজেলা কৃষি কর্মকর্তাদের মাসিক সভার ব্যবস্থা করা এবং সমস্যার সমাধান,অগ্রগতি  

   ও সম্প্রসারন কর্মকান্ড আলোচনা করা ;

* সকল জেলা স্টাফ ও উপজেলা অফিসারদের জন্য একটি প্রশিক্ষণ রেকর্ড সংরক্ষণ করা ;

* জেলা সদর দপ্তরের কর্মরত সকল স্টাফের রেকর্ড সংরক্ষণ করা ;

* প্রশিক্ষণ উইং এর নির্দেশমত স্টাফদের জেলার বাইরে ট্রেনিংএ যাওয়ার অনুমতি প্রদান করা ;

* জেলার মধ্যে ডিএই-এনজিও অংশীদারিত্ব মূলক কর্মকান্ড পরিবীক্ষণ করা এবং উপজেলা ও  

   জেলা স্টাফদের মধ্যে ডিএই/ এনজিও যৌথ কর্মকান্ডের বিকাশ ঘটানো ;

* সেমস সমন্বয় ও সুসংহত করা ;

* জেলায় মানব সম্পদের ফলপ্রসূ ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং তাদের কর্ম সম্পাদন ও কর্ম 

   ব্যবস্থাপনা যাচাই করা ;

* অনুমোদিত বাজেট সীমার মধ্যে জেলার ব্যয় নিয়ন্ত্রন করা । সদর দপ্তরের প্রশাসন ও 

   পরিকল্পনা উইং এর নিকট সময়মত মাসিক হিসেবের বিবরণী প্রেরণ করা ;

 

  আওতাধীন উপজেলা অফিস সমুহঃ

 

১। উপজেলা কৃষি অফিস,পাবনা সদর ২। উপজেলা কৃষি অফিস,আটঘরিয়া  ৩। উপজেলা কৃষি    

   অফিস, ঈশ্বরদী ৪। উপজেলা কৃষি অফিস, চাটমোহর ৫। উপজেলা কৃষি অফিস, ভাংগুড়া

৬। উপজেলা কৃষি অফিস, ফরিদপুর ৭। উপজেলা কৃষি অফিস, বেড়া ৮। উপজেলা কৃষি      

    অফিস,সাঁথিয়া ৯। উপজেলা কৃষি অফিস,সুজানগর ।